অমিতাভ পাল
অমিতাভ পালের জন্ম ৫ ডিসেম্বর, ১৯৬২ সালের ময়মনসিংহ শহরে। তিনি সুইডেন থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে বেশি একটা সময় পাননি সাহিত্য-চর্চায়। কিন্তু এখন পযর্ন্ত তাঁর প্রকাশিত লেখাগুলো বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ। অমিতাভ পালের প্রকাশিত বইয়ের সংখ্যা এগারটি। তার মধ্যে কবিতার বই নতুন বাল্বের আলো [১৯৮৯], আলোর আলোচনা [১৯৯২], আমার আত্মীয়-স্বজন [১৯৯৮], শ্রীমতি কবিতা [২০০৪], গণবেদনার গাথা [২০০৪], পশুপাখিশিলারত্নগ্যাস [২০১০], পুনর্নির্বাচিত আমি [২০১১], অ্যাপসগুলি [২০১৯] এবং গল্পের বই দু’টি রাতপঞ্জি [২০০৪], অসচরাচর [২০১৬] ও একশ ফোঁটা বৃষ্টিবিন্দু নামের একটি গদ্যগ্রন্থ ২০০৩ সালে প্রকাশিত হয়েছে। অমিতাভ পাল ১৩ অক্টোবর, ২০২১ প্রাণ ত্যাগ করার আগ পযর্ন্ত একের পর এক কাজ পরিবর্তন করে গেছেন। কখনো বা কর্মহীনও থেকেছেন। সর্বশেষ তিনি একাত্তর টেলিভিশনে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কাজ করতেন।