Author: কফিল আহমেদ

কফিল আহমেদ কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রগতিশীল এক কৃষিপ্রাণ পরিবারে ১৯৬২ সনে জন্মগ্রহণ করেন। লেখালেখি করেন সম্পূর্ণ সাহিত্য কাগজে। তার গানের সংকলন "পাখির ডানায় দারুণ শক্তি গরুর চোখে মায়া" (২০০১) বাংলা গানে এক নতুন চিন্তা ও ভাষার জন্ম দেয়। সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি এবং মনকহুয়ার গানের অন্যতম সংগঠক তিনি। "রোজ তাই কথা বলে আমার কবি" এই কবিতাগদ্যকথা আমাদের সময় এবং জীবন –প্রকৃতিরই এক জ্যান্তজান্তব সত্যভাষা।