মিজান রহমান
মিজান রহমান। জন্ম ১৭ ফেব্রুয়ারি, ১৯৫৮, গেন্ডারিয়া, ঢাকা। বাংলাদেশে আশির প্রজন্মের অগ্রগণ্য
কবি। শৈশব, কৈশোর ও প্রথম যৌবন কেটেছে ঢাকা শহরে। তারপর ২৩/২৪ বছর বয়স থেকে ৪৮ বছর বয়স পর্যন্ত আবার ঢাকায় ছিলেন। ইকোনো বলপেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। শেষের এগারো বছর কাটিয়েছেন জয়পাড়া উপজেলার ( জেলা ঢাকা) হাতুর পাড়া গ্রামে। ঐ পৈত্রিক নিবাসে থাকার সময় তিনি একটি পোলট্রি ফার্ম চালাতেন। মিজান রহমান প্রধানত লিটল ম্যাগাজিনের লেখক ছিলেন। ৪৫-এর পর তিনি ঐ বৃত্ত থেকে বেরিয়ে আসেন। প্রথম আলো, সমকাল, ভোরের কাগজ ও কালের কণ্ঠ পত্রিকায় তাঁর অনেক কবিতা বেরিয়েছে এ সময়।
তিরিশ পূর্ণ হবার আগেই মিজান কাব্যরসিকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। গোড়া থেকেই ছোট ছোট ভাবগভীর কবিতা লিখতেন। হাতুরপাড়ায় থিতু হবার পর তাঁর লেখা আরও চিন্তাসন্চারী ও দর্শনদীপিত হয়ে ওঠে। তার একমাত্র কাব্যগ্রন্থ " প্রকৃতি আত্মপ্রতিকৃতি"র প্রকাশসাল ১৯৯৭। এরপর আর কোনো গ্রন্থ বেরোয়নি। ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সালে তিনি না ফেরার দেশে চলে যান। অসংখ্য কবিতা বই হিসেবে প্রকাশের অপেক্ষায় আছে।