Author: শশী হক

পেশায় শশী হক যদিও স্থপতি, কিন্তু কবিতাই তার সত্তার খাকি প্রকাশ। আশির দশকের অন্যতম নিভৃতচারী এই কবির প্রথম কাব্যগ্রন্থ 'আকাশ ছোঁয়া তৃষ্ণা'(১৯৮৮)। নানারকম ছোট কাগজই ছিল তার অনায়াস জায়গা, লিখতেন মাঝে মাঝে, তবে 'ছাঁট কাগজের মলাট' পত্রিকার সাথে যুক্ত ছিলেন নিয়মিত এক যুগ। কাব্যগ্রন্থের সংখ্যা পাঁচ, প্রথমটা বাদে চারটি —- অবিশ্রান্ত শ্রবণ (১৯৯৩), পথের খুঁটিনাটি (১৯৯৭), বাবুল শেখের পায়রারা (২০১১) এবং ছাইকথা (২০১৪)। শশী হকের জন্ম ২৮ জুলাই, ১৯৬২। বাস করছেন ঢাকায়।