Author: শোয়েব শাদাব

কবি শোয়েব শাদাবের জন্ম ১৯৬৪ খ্রীষ্টাব্দে ময়মনসিংহের ত্রিশালে এক প্রভাবশালী পরিবারে। সেখানেই কেটেছে শৈশব ও কৈশোর। তাঁর পারিবারিক নাম শাহ গোলাম কিবরিয়া; পরবর্তীকালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলায় স্নাতক শিক্ষা লাভ করেন। শোয়েব শাদাবের সাহিত্য বিকাশ রাজধানী ঢাকা কেন্দ্রিক। তিনি মূলত লিটল ম্যাগাজিনগুলোতেই কবিতা লিখতেন। আশির দশকের সাড়া জাগানো এই বোহিমিয়ান কবি ৯২ সাল থেকে নিজের ভেতরই নিমগ্ন হয়ে আছেন। প্রকাশিত গ্রন্থ: অশেষ প্রস্তর যুগ (গাণ্ডীব, ১৯৯৮) শোয়েব শাদাবের কবিতা সংগ্রহ (উলুখড়, ২০০৯)