সৈয়দ তারিক
সৈয়দ তারিক। ১৯৬৩ সালের ১০ অগাস্ট ঢাকায় জন্ম ও ঢাকাতেই বেড়ে ওঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পাঠ অসমাপ্ত রেখে ছাত্রত্ব ঘোচান। অল্প কিছুকাল সাংবাদিকতার পেশায় ছিলেন। তারপর থেকে পেশামুক্ত। ভ্রমণ করতে ভালোবাসেন। তিনি অসংসারী। বাল্যকাল থেকে কবিতা লেখেন। তিনি সুফি ভাবধারায় পথযাত্রী। তার প্রকাশিত বই : ১. ছুরি হাতে অশ্ব ছুটে যায় (১৯৯৬) ২. মগ্ন তখন মোরাকাবায় (২০০৯) ৩. আমার ফকিরি (২০১১) ৪. নাচে দরবেশ মাস্ত হালে (২০১১) ৫. ঊনসন্ন্যাসী (২০১৫) ৬. ছুরি হাতে অশ্ব ছুটে যায় ও অন্যান্য কবিতা (২০১৯) ৭. আত্মায় ছিল তৃষ্ণা (২০১৯) ৮. সাহিত্যের আলাপ (২০১৯) ৯. সুফিবাদ ও সাহিত্যের মোহনা (২০২০) ১০. আমার ফকিরি [বর্ধিত সংস্করণ] (২০২১)। কবিতা, প্রবন্ধ ও অনুবাদের বিবিধ বই প্রকাশিতব্য।