Author: জাকির জাফরান

জাকির জাফরান জন্ম ১৬ সেপ্টম্বর ১৯৭৬। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ব্যাডফোর্ডশায়ার থেকে প্রোজেক্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। পেশায় বিসি এস প্রশাসন কর্মকর্তা। নেশা কবিতা ও গান। তাছাড়া ফটোগ্রাফিতেও মজে থাকেন নিরন্তর। অনুবাদ নিয়েও কাজ করেন সুযোগ পেলেই। প্রকাশিত বইসমূহ- কবিতা: 'সমুদ্রপৃষ্ঠা' ২০০৭, 'নদী এক জন্মান্ধ আয়না' ২০১৪, 'অপহৃত সূর্যাস্তমণ্ডলী' ২০১৫, 'অন্ধের জানালা' ২০২০, 'নির্বাচিত কবিতা' ২০২০, 'জ্যোৎস্নাসম্প্রদায়' ২০২০, 'পায়ে বাঁধা দুটি সর্বনাম' ২০২১। অনুবাদ: 'পাওলো কোয়েলহো এর আকরায় পাওয়া পাণ্ডুলিপি' ২০১৫।